শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আসন ফাঁকা নিয়ে ছাড়ছে বাস, গাবতলীতে নেই তেমন ভিড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মে ২০২২, ০২:৫৩

আসন ফাঁকা নিয়ে ছাড়ছে বাস, গাবতলীতে নেই তেমন ভিড়

মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর সীমিত পরিসরে ঈদ উদযাপন করেছে দেশবাসী। অনেকে করোনার কারণে ঢাকা ছেড়ে গ্রামে যাননি। এবার করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ফলে ধারণা করা হচ্ছিল- এবার ঘরমুখো যাত্রীদের চাপ বেশি থাকবে সড়কে। তবে ঈদযাত্রায় পরিস্থিতি পুরোটাই ভিন্ন। রাজধানীর বাস টার্মিনালগুলোতে তেমন ভিড় দেখা যায়নি। অনেক বাস যাত্রী সংকটে আসন ফাঁকা নিয়ে ছেড়ে যাচ্ছে।

ঈদযাত্রার গত কয়েকদিনের মতো রোববারও (১ মে) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের তেমন ভিড় নেই। ফলে সড়কে বাসের সংখ্যা কমিয়েছেন পরিবহন মালিকরা। এরপরও আসন ফাঁকা নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাসগুলো।

কাউন্টারের দায়িত্বরত পরিবহনকর্মীরা বলছেন, দীর্ঘদিনের ছুটি হওয়ায় অনেকে পরিবারের সদস্যদের আগেভাগে গ্রামে পাঠিয়েছেন। ফলে যাত্রী কম। অধিকাংশ পরিবহন মালিক অর্ধেকের বেশি বাস রাস্তা থেকে তুলে নিয়েছেন। তারপরও যেগুলো চলছে, সেসব বাসে যাত্রী পাওয়া যাচ্ছে না।

রোববার (১ মে) দুপুরে গাবতলী বাস টার্মিনালে ঘুরে দেখা গেছে, যাত্রীর চেয়ে পরিবহন সংশ্লিষ্ট লোকজন ও হকারের সংখ্যাই সেখানে বেশি। একাধিক বাসের কাউন্টার খোলা থাকলেও তাতে ছিল না টিকিট বিক্রির কেউ। অনেকে আবার কাউন্টারে বসে ঝিমুচ্ছেন।

এদিকে, যাত্রী সংকটের মধ্যেও বাস কাউন্টারগুলো টিকিটের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী। এসব অভিযোগে বিআরটিএ, পুলিশ, সিটি করপোরেশন, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম জরিমানাও করেছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top