শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার চিকিৎসা সামগ্রী সহায়তা দিলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ মে ২০২২, ০৪:১৮
শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার জরুরি চিকিৎসা সামগ্রী ও ওষুধ সহায়তা দিয়েছে বাংলাদেশ। এরমধ্যে সরকারের পক্ষ থেকে ১০ কোটি টাকার ও বাংলাদেশ ওষুধ উৎপাদক সমিতি ১০ কোটি টাকার ওষুধ ও চিকিৎসাসামগ্রী দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ মে) সকালে সরকারি অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাত্নের কাছে আনুষ্ঠানিকভাবে চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়। এসময় পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় আমরা শ্রীলঙ্কাকে জরুরি এ সহায়তা দিচ্ছি। পরবর্তীতে আরও সহায়তা দেওয়া হবে। শ্রীলঙ্কা চাহিদা দেওয়ার পর সেই চাহিদামতো সাহায্য দেওয়া হবে।’
ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন সেনেভিরাত্নে বলেন, ‘৩০ বছরের গৃহযুদ্ধ, বিধ্বংসী সুনামি ও চলমান মহামারিতে শ্রীলঙ্কা আজ দুর্বল হয়ে পড়েছে। এখন একটা কঠিন সময় পার করছি আমরা। এই সহযোগিতা আমাদের অনেক কাজে লাগবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান পাপন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিব পূর্ব) মাশফি বিনতে শামস প্রমুখ।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: শ্রীলঙ্কা চিকিৎসা সামগ্রী বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।