বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী ভিয়েতনাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ মে ২০২২, ২০:৪০
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বলেছেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে।’
মঙ্গলবার (১০ মে) ভিয়েতনাম দূতাবাসে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) ও কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেছেন তিনি।
তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে দুই দেশ আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগী হলেও এটাকে একটা সুযোগ হিসেবে নেওয়া উচিত বলে মনে করেন ফাম ভিয়েত চিয়েন। প্রতিযোগিতার মধ্যে দিয়ে ভালো কিছু বের হয়ে আসে।
দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভবিষ্যতে ডিক্যাবের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত।
মতবিনিময় সভায় ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস বলেন, ‘জনকূটনীতির মাধ্যমে জনগণ পর্যায়ে সম্পর্ক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।