শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চালের দামের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মে ২০২২, ০৪:২৭

চালের দামের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বোরো মৌসুমে চালের দামের ঊর্ধ্বগতি রোধে বাজার দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাজার দেখে, কারা চালের মজুত করছে সেটা দেখে, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে মন্ত্রিসভা।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top