রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

জাতীয় পরিচয়পত্রধারীদের আয়কর বাধ্যতামূলক করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৮:৩০

জাতীয় পরিচয়পত্রধারীদের আয়কর বাধ্যতামূলক করার প্রস্তাব

দেশে যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তাদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (১৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও মন্দা পরিস্থিতির মধ্যেও ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এ বাজেট কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনে সহায়ক হবে।

তিনি আরও বলেন, করজালের ব্যপ্তি বাড়াতে যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তাদের আয়কর বাধ্যতামূলক করা উচিত। এ ক্ষেত্রে যাদের টিআইএন আছে তারা করপোরেশন হিসেবে ট্যাক্স দেবে।



বিষয়: আয়কর


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top