যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন বাংলাদেশের  মুহম্মদ ইমরান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১০:৪৬

যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন বাংলাদেশের  মুহম্মদ ইমরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক মুহম্মদ ইমরান। বর্তমানে তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার পদে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুহম্মদ ইমরানের এ নিয়োগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মুহম্মদ ইমরান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

১৯৮৬ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দিয়ে কূটনীতিকের ক্যারিয়ার শুরু হয় মুহম্মদ ইমরানের। ভারতে দায়িত্ব পালনের আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। উজবেকিস্তানেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার পদেও দায়িত্ব পালন করেন মুহম্মদ ইমরান। তিনি অটোয়া, জেদ্দা, বন ও বার্লিনে বাংলাদেশ মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top