করোনায় আক্রান্ত ১৭৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২২, ০৫:২৭

করোনায় আক্রান্ত ১৭৫

দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৩২৩ জনে।

এ সময়ের মধ্যে নতুন করে কারো মৃত্যু হয়নি। করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৩১৬ জন মারা গেছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বুস্টার ডোজ নেওয়ার ৬ মাস পর অ্যান্টিবডি কমে যায় : বিএসএমএমইউ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top