ওমানগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১৯:৫৪

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ বৃদ্ধি পাওয়ায় সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ওমান। ফলে দেশটির সাথে আগামী এক সপ্তাহ সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার নিউজফ্ল্যাশ৭১-কে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহামারির করোনার কারণে ২২ ডিসেম্বর থেকে মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় বিমানের টিকিট কাটা যাত্রীদের পুনরায় ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।

প্রসঙ্গত, এর আগে যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন ধরন শনাক্ত হওয়ায় সৌদি সরকার আর্ন্তজাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে। তার পরই ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। 

এনএফ৭১/জেএস/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top