চিনির দাম ৬ টাকা বাড়লো, পাম তেলের দাম কমলো ৮ টাকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২, ০৬:২৭
চিনির দাম ৬ টাকা বাড়িয়েছে সরকার। একই সঙ্গে পাম তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য শিগগিরই কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, পাম সুপার খোলা তেল প্রতি লিটার সর্বোচ্চ খুচরা মূল্য ১২৫ টাকা, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ৯০ টাকা ও পরিশোধিত প্যাকেটজাত খোলা চিনির দাম ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ ঢাকায় সচিবালয়ে ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধকদের সঙ্গে বৈঠকের পর সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষও সাংবাদিকদেরকে একই তথ্য জানান।
তিনি জানান, আলগা চিনির কেজি ৮৪ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনির কেজি ৮৯ টাকা থেকে বাড়িয়ে ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিশোধকরা আগামীকালের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।