বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে প্রাকৃতিক গ্যাস সরবরাহে সমঝোতা স্মারক সই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১২:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাই সুলতান হাজি হাসানাল বলকিয়াহর উপস্থিতেতে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।
এতে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনাইয়ের পক্ষে দেশটির অর্থমন্ত্রী দাতো সেরি সেটিয়াডা হাজি মো. আমিন লিউ বিন আবদুল্লাহ সই করেন।
এই সমঝোতা স্মারকটি পাঁচ বছরের মেয়াদী এবং স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।