২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের
রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯
আগামী ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল সেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলীয় সভা শেষে ওবায়দুল কাদের এ কথা জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যারা রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছিল, তারাই আবার রাষ্ট্র কাঠামো মেরামত করতে চায়, যা হাস্যকর। স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে তারা গেলেন না, গেলেন গরুর হাটে।
প্রাথমিকভাবে সীমিত পরিসরে মেট্রোরেল চলবে। প্রতি ট্রেনে ধারণক্ষমতার চেয়ে কম যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। ট্রেনের সংখ্যাও কম হবে।
চলতি বছরের সেপ্টেম্বরে সরকার মেট্রোরেলের ভাড়ার হার ঘোষণা করে। মেট্রোরেলের ন্যূনতম ভাড়া হবে ২০ টাকা।
র্যাপিড পাস বা এমআরটি পাস দিয়ে ভাড়া পরিশোধ করে মেট্রো রেলের যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।