সীমান্ত পিলারে পাক নাম সরাতে দেরি হওয়া দুঃখজনক: প্রধানমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ০৮:০১
স্বাধীনতার ৪৮ বছর পর বাংলাদেশ-ভারত সীমান্ত পিলারে পাকিস্তান শব্দটি সরিয়ে সেখানে বাংলাদেশ লেখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে এটি করতে কেন এত বছর লাগল তা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের ১৪ হাজার ৫টি বিভিন্ন পিলারে এক সময় পাকিস্তানের সংক্ষিপ্ত পাক লেখা ছিল। পরে বিজিবি সেটা পরিবর্তন করে বাংলাদেশ ও বিডি নাম লিখেছে। কিন্তু এটা করতে দীর্ঘদিন সময় লাগা অত্যন্ত দুঃখজনক।
সরকারপ্রধান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রোধ; মাদক, নারী ও শিশু পাচার আন্তর্জাতিক অপরাধ দমনসহ সীমান্তবর্তী জনগণের জানমাল রক্ষা আপনাদের দায়িত্ব। আপনারা এসব দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস- ২০২২ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরআগে, সকাল ১০টায় রাজধানীর বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে যান শেখ হাসিনা। সেখানে বিজিবি কর্মকর্তাদের অভিবাদন গ্রহণ করেন। বিজিবিকে বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন-২০৪১’ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।