শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ০২:১৭

পুলিশ সপ্তাহ-২০২৩

রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মাহবুব হোসেন

প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার কাজী মইন উদ্দিন। অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য।

বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম প্রদান করে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ আছে জনতার পাশে’— এই প্রতিপাদ্য নিয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২৩’র উদ্বোধন ঘোষণা করা হয়। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত পুলিশ সপ্তাহ পালন করা হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top