খালেদা জিয়ার দুই মামলায় শুনানি ২৬ জানুয়ারি
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ১৩:২১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পিছিয়ে আগামী ২৬ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এ দিন ঠিক করেন।
আরও পড়ুন: ‘ভারতের আদানি থেকে বিদ্যুৎ আমদানি হবে মার্চে’
মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগের মামলায় এদিন খালেদা জিয়াকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু চিকিৎসাধীন থাকায় সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে সময় প্রার্থনা করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। পরে সময় মঞ্জুর করে এ দিন ধার্য করেন আদালত।
বিষয়: খালেদা জিয়া বিএনপি মামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।