শবে বরাতের সম্ভাব্য তারিখ জানা যাবে মঙ্গলবার
নিজস্ব প্রতিনিধি
|
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০১:২৪

পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও শাবান মাসের চাঁদ দেখা নিয়ে সভার আয়োজন করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাদ মাগরিব শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: গুলশানে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে জানাতে আহ্বান করা গেল। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এছাড়া ফ্যাক্স নম্বর: ২০-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা জেলার নির্বাহী কর্মকর্তাকে জানাতে হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।