রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ হবে সাইবার সিকিউরিটির হাব: পলক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২১, ২৩:৪৯

‘জাতীয় সাইবার ড্রিল-২০২০’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক

পুরো পৃথিবীর কাছে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বাংলাদেশ হবে একটি হাব (কেন্দ্রবিন্দু)। ব্যাংকিং, স্বাস্থ্য, সিভিল অ্যাভিয়েশনসহ সব সেক্টরে যেন সাইবার নিরাপত্তা আমাদের ছেলেমেয়েরাই দিতে পারে এজন্য একটা সাইবার সিকিউরিটি এক্সপার্ট গ্রুপ তৈরি করার জন্য আমরা বিশেষ উদ্যোগ নেব। এমটাই বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর আইসিটি টাওয়ারে আয়োজিত ‘জাতীয় সাইবার ড্রিল-২০২০’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পলক বলেন, বিশ্বে আমাদের ১ কোটি মানুষ কাজ করে। তারা কায়িক শ্রম দিয়ে ২০ মিলিয়ন ডলার পাঠায়। আর এই ১ কোটি মানুষকে যদি আমরা আগামী ৪১ সালের মধ্যে আইটি সেক্টরে দক্ষ করতে পারি তাহলে আয় হতে পারে কত’শ মিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তার জন্য সৈন্যর পাশাপাশি দেশের ইন্টারনেটকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করার জন্য সাইবার সিকিউরিটি দরকার। এ নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশে অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়বে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top