• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৌদিতে কি আগামীকাল ঈদ?

রাজিউর রাহমান | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ১৯:৫০

চাঁদ দেখা নিয়ে কৌতুহল

প্রতিবছরই ঈদ কবে হবে এই নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। সাধারণত ঈদ কবে হবে এটা নির্ভর করে চাঁদ দেখার উপর! ফলে এই চাঁদ দেখা নিয়ে চলে কৌতুহল। রোজা ২৯টি নাকি ৩০টি হবে এ নিয়ে আলোচনা চলে পুরো রমজান জুড়ে। তবে শেষ দিকে তুঙ্গে ওঠে এই আলোচনা।

আরবের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে, এবার ঈদ হতে পারে শুক্রবার। তারা জানায়, এবারের পবিত্র রমজান ২৯ দিনে শেষ হতে পারে এবং শুক্রবার জুমারদিন হবে শাওয়াল মাসের প্রথম দিন। এদিনই পালিত হবে ঈদুল ফিতর।

তবে এ অবস্থান থেকে সরে এসেছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলছেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। ফলে ওই অঞ্চলে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

তবে ঈদ কবে হবে, তা শুধু শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে, এমনটা জানিয়েছে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

তারা বলছে, বৃহস্পতিবার খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলো এবার ৩০টি রোজা রাখার সুযোগ পেতে পারে। যদি সেখানে শনিবার ঈদ উদযাপিত হয় তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশে রোববার ঈদ হতে পারে। তবে চাঁদ দেখা গেলে শনিবারও ঈদ হতে পারে।

যদিও ঈদ উদযাপনের তারিখ নির্ধারণে বাংলাদেশ সবসময় সৌদি আরবের ওপর নির্ভর করে না। তবে চট্টগ্রাম, মৌলভীবাজার, চাঁদপুর ও জামালপুরের বেশ কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হয়।

রীতি অনুযায়ী ঈদুল ফিতর উদ্‌যাপনের তারিখ নির্ধারণে আগামীকাল শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, খালি চোখে চাঁদ দেখার শর্তে চন্দ্র মাস শুরু হয়।

চলতি হিজরি সনের শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১ দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়ীত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top