বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

২ দিন পর সব ধরনের নৌযান চলাচল শুরু

শাকিল খান | প্রকাশিত: ১৫ মে ২০২৩, ২৩:১০

ছবি: সংগৃহীত

দুই দিন পর দেশের অভ্যন্তরীণ নদীপথে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। আজ (১৫ মে) সকালে ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন এ তথ্য জানান।

ঘূর্ণিঝড় মোখার কারণে নৌযান চলাচল বন্ধ ছিল। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে। নদীপথে এখনও এক নম্বর সতর্ক সংকেত রয়েছে, তবে নৌযান চলাচলে কোনো বাধা নেই।

এর আগে, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দিকে ধেয়ে আসতে থাকায় শুক্রবার (১২ মে) রাত সাড়ে ১০টা থেকে সারাদেশে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

রবিবার (১৪ মে) সকাল থেকে ‘মোখা’ কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করে। বিকালে এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top