বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে
হাতপাখার ফয়জুল করীম কি ইন্তেকাল করেছেন, প্রশ্ন সিইসির
রাজিউর রেহমান | প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ০৪:১৮
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার নির্বাচনের ভোট শান্তিপূর্ণ হয়েছে, আমারা সন্তুষ্ট। বেশ সুশৃঙ্খল ও আনন্দমুখর ভোট হয়েছে। ভোটগ্রহণ শেষে সোমবার বিকেল পৌনে ৫টায় ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাতপাখার প্রার্থী রক্তাক্তের পরও ভোট শান্তিপূর্ণ বলা যাবে কিনা, এমন প্রশ্নে সিইসি বলেন, ‘পরিবেশ শান্তিপূর্ণ ছিল। উনি কি ইন্তেকাল করেছেন? আমরা উনার রক্তক্ষরণ দেখিনি।
আমরা শুনেছি হাত পাখার প্রার্থীকে পেছন থেকে একজন ঘুষি মেরেছে। ঘটনা জানার পর আমরা সঙ্গে সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ করেছি। কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা সামলাতে আমাদের প্রস্তুতি আছে।’
তিনি বলেন, আমরা দেখেছি-শুনেছি, বরিশালে হাতপাখার প্রার্থীকে খানিকটা আঘাত করা হয়েছে। এতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, হয়তো সে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। এখান থেকে বলা হয়েছে- এ ধরনের আশঙ্কা থেকে নির্বাচনোত্তর সহিংসতা যেন না ঘটে, কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ যেন না হয়। অনেক সময় ভোটের ফলাফল ঘোষণার পরে এ ধরনের ঘটনা ঘটে- সে প্রস্তুতি আমাদের রয়েছে।হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি ও সমমনা দল ভোটে না থাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতায় এবার ভোটের হার তুলনামূলক কম হওয়ার শঙ্কা ছিল।
এরআগে, সকাল ৮টায় দুই সিটি করপোরেশন ও ১টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। তারপর সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল কাউনিয়া মেইন রোডের একটি কেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে হাতপাখার ফয়জুল করিমের ওপর হামলার ঘটনা ঘটে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।