চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলা, নিহত ৬

রাজিউর রেহমান | প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৯:৫৯

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ জুন) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে করা হয়েছে। হামলার কারণ জানার চেষ্টা চলছে। এটিকে 'ইচ্ছাকৃত হামলা' বলে মনে করা হচ্ছে।

বিবিসি বলছে, চীনে হিংসাত্মক ও সহিংস অপরাধ তুলনামূলক কম। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুলগুলোতে হামলার ঘটনাও রয়েছে।

গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে এবং ছয়জনকে আহত করে।

তারও আগে ২০২১ সালের এপ্রিলে স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের বেইলিউ শহরে গণ ছুরিকাঘাতে দুই শিশু মারা যায় এবং ১৬ জন আহত হয়।

এছাড়া ২০১৮ সালের অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের একটি কিন্ডারগার্টেনে ছুরির হামলায় ১৪ জন শিশু আহত হয়েছিল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top