তত্ত্বাবধায়ক মরে গেছে, ওটাকে আর জীবিত করে লাভ নেই

ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে বিএনপি: ওবায়দুল কাদের

রাজিউর রাহমান | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ০০:১০

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। অথচ বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে ১০ সিট দিতে চান। খাই খাই পার্টি বিএনপি এখন ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে। রোববার (২৩ জুলাই) সকালে নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না‒ এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে।

আগে নোয়াখালীতে বিএনপির ঘাঁটি ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'আমরা মারামারি করে নয়, গোলাগুলি করে নয়, কাজ করে সেই ঘাঁটি ভেঙে দিয়েছি।

বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে নির্বাচন বানচাল করতে চায়‒ এমন অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচনের নিয়মে। কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক মরে গেছে, ওটাকে আর জীবিত করে লাভ নেই।

দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 'প্যাথলজিক্যাল লায়ার' বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম সজ্জন ব্যক্তি, কিন্তু তিনি কথা-বার্তায় বড় বেশামাল। এত মিথ্যা তিনি বলতে পারেন! এত বিষ তার মুখে ভাবতেই অবাক লাগে! দেখলে সাচ্চা ভদ্র লোক মনে হয়। আসলে মির্জা ফখরুল প্যাথলজিক্যাল লায়ার।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top