দেশে ফিরলেন খন্দকার মোশাররফ

শাকিল খান | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সিঙ্গাপুরে দুই মাস ১০দিন চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে নেতাকর্মীদের উদ্দেশে ড. মোশাররফ বলেছেন, আমার সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির অসংখ্য নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠনসহ দেশবাসী কায়মনোবাক্যে দোয়া করেছেন। পরম দয়ালু আল্লাহর অসীম দয়া এবং সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ হয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া।

গত ১৭ জুন তিনি অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৭ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেন তিনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top