ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে কী বললেন সুপার মডেল জিজি হাদিদ ?
রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ১৭:৩৫
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ ফের ভয়াবহ রূপ নিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে ইসরায়েলে। আর এতেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। হামাসের হামলার পর বসে থাকেনি ইসরায়েল। দেশটিও পাল্টা আক্রমণ করছে। পাল্টাপাল্টি এই আক্রমণে আহত ও নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে, পৃথিবী আরও একটি ভয়াবহ যুদ্ধ দেখতে যাচ্ছে।
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। পশ্চিমা বিশ্বসহ বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। এ দিকে ফিলিস্তিনিদের পক্ষও নিয়েছে বেশ কয়েকটি দেশ। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনীতি থেকে কূটনীতি, সব মহলেই আলোচনা চলছে। বাদ নেই শোবিজ জগতের তারকারাও।
এবার ইসরায়েল-ফিলিস্তিনি চলমান সংকটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে সহিংসতার শিকার হওয়া সবার জন্য দুঃখ এবং সহানুভূতি জানিয়েছেন তিনি।
ক্যাপশনে এই মডেল লিখেছেন, ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারিত্বের অধীনে জীবনযাপনের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। এটি একটি দায়িত্বের মতো যা আমি প্রতিদিন পালন করি।
তিনি জানান, এই অযৌক্তিক ট্র্যাজেডির ফলে প্রভাবিত সকলের প্রতি এবং প্রতিদিন যে নির্দোষ মানুষেরা এই সংঘাতে প্রাণ হারাচ্ছেন যাদের মধ্যে অধিকাংশই শিশু। তাদের প্রতি আমি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।
জিজি তার দীর্ঘ বিবৃতিতে এই যুদ্ধ পরিস্থিতিতে নিরীহ মানুষের প্রাণহানিকে অর্থহীন বলেই দাবি করেছেন। তিনি জানান, ভূমির জন্য লড়াইয়ে সন্ত্রাসবাদও গ্রহনযোগ্য নয়। এতে সাধারণ মানুষই জীবন হারাচ্ছে।
জিজি হাদিদের মতে, ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টের সঙ্গে মানুষকে সন্ত্রাসবাদে জড়িয়ে ফেলার কোনো সম্পর্ক নেই। এটা আন্দোলনের জন্য ভালো কিছু বয়ে আনে না।
সবশেষে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে জিজি হাদিদ বলেন, আপনি যদি আঘাত পান, ফিলিস্তিনি অথবা ইহুদি যে-ই হোন না কেন, আপনার প্রতি আমার ভালোবাসা ও সমবেদনা রইল।
এখানে যদিও অনেক জটিল, ব্যক্তিগত ও যৌক্তিক অনুভূতি আছে, তবে প্রত্যেক মানুষেরই মৌলিক অধিকার, চিকিৎসা ও নিরাপত্তা প্রাপ্য; তাদের জাতীয়তা, ধর্ম কিংবা জন্মস্থান যেটাই হোক। আমি জানি আমার কথাগুলো অনেকের গভীর ক্ষত মুছে দেবে না, তবে আমি সব নিষ্পাপ প্রাণের জন্য প্রার্থনা করি, সবসময়।
জিজি হাদিদের বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি। তিনি ফিলিস্তিনের পক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ সোচ্চার। ২৮ বছর বয়সী হাদিদ এবং তার বোন বেলা হাদিদ দীর্ঘদিন ধরে ফ্রি প্যালেস্টাইন আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন।
বিষয়: ফিলিস্তিনি সুপার মডেল জিজি হাদিদ ইসরায়েল ও ফিলিস্তিন সংঘর্ষ ইসরায়েল সমবেদনা বিবৃতি প্রতিক্রিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।