দেশে করোনা পরিস্থিতি

দেশে শনাক্ত রোগী কমেছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১, ০৮:০৪

দেশে করোনায় আক্রান্ত রোগী কমেছে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৮৮৩ জনে দাঁড়ালো।

শনিবার (১৬ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১ দিনে মোট ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করে ৫৭৮ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা এবং হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৩৩ জন রোগী গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জনে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা গত সাড়ে আট মাসে এটাই সবচেয়ে কম। গত বছরের ২ মে সর্বনিম্ন ৫৫২ জন রোগী শনাক্তের খবর দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গিয়েছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৮ জন। আর মৃত ২১ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।

নতুন করোনাভাইরাসে পুরুষের সংক্রমণ হার বেশি। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুরুষ মারা গেছে ৫ হাজার ৯৭৬ জন। আর নারী মারা গেছে ১ হাজার ৯০৭ জন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top