তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান সাকিব আল হাসান

রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ২১:১২

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মযজ্ঞ শুরু হয়। আর এরইমধ্যে নৌকার মাঝি হবার প্রতিযোগিতায় শামিল হয়েছেন সেলিব্রেটিরা।  

ক্রিকেট তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানই বা বসে থাকবেন কেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন তিনিও।

সাকিব আল হাসান তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসন তিনটি হল- মাগুরা-১ ও মাগুরা-২ এবং ঢাকা- ১০। তবে ঢাকা-১০ থেকে সাকিবের নৌকার টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সাকিব ভক্তদের জন্য এটি অবশ্যই একটি আনন্দ সংবাদ। ক্রিকেট মাঠের মতো রাজনৈতিক মাঠে এবার সাকিব কেমন খেলা খেলবেন তা হয়তো আগামী নির্বাচনে দেখা যাবে। ভক্তরা তাকে রাজনীতের মাঠে কিভাবে নেয় সেটিও দেখার বিষয়।

গত বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভাষণে সিইসি জানান, মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।

এদিকে, সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন সংগ্রহের মাধ্যমে ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন। এর পর বেলা ১১টার পর থেকে মনোনয়ন কেনা দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top