টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ
রায়হান রাজীব | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৪, ১৪:২২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। ২২৩ টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ।
আওয়ামী লীগ এর পর সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা ৬১ টি আসনে জয়লাভ করেছে তারা, তবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতা। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। আওয়ামী লীগ এর ছেড়ে দেওয়া ২৬ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয় পেয়েছে তারা, এককভাবে প্রতিদ্বন্দ্বীতা করা কোন আসনে জয় পায়নি দলটি। আর অন্যান্য দল জিতেছে তিনটি আসনে। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ একরামুজ্জামান এবং সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী জয় পেয়েছেন।
সম্পাদনাঃ রাশেদ রাসেল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।