হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ
রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৪, ১৫:০৭
পৌষ মাস বিদায় নেবার পথে আর এ সময়ই শীতের তীব্রতায় কাঁপছে পুরো দেশ। ঘন কুয়াশায় দিনের বেলাও মিলছে না সূর্যের দেখা। ঘন কুয়াশার কারণে সড়কপথ, নৌ ও আকাশপথেও যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বিমান উঠা নামায় সমস্যার সৃষ্টি হওয়ায় বিলম্বিত হচ্ছে অধিকাংশ ফ্লাইট।
কথায় আছে, এক মাঘে নাকি শীত যায় না। কিন্তু এবার তো মাঘ মাস চলে আসার আগেই শীতের তীব্রতা শুরু হয়ে গেছে। আর তাতে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ তাদের জীবন।
রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম। বিপাকে পড়তে হচ্ছে অফিসগামী যাত্রীদের। হাড় কাঁপানো এ শীতে শীতজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে বহুগুনে। অসুস্থ হয়ে হাসপাতালে ভিড় করছেন শিশু ও বৃদ্ধরা।
আজ দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সম্পদনাঃ রাশেদ রাসেল
বিষয়: কাঁপানো শীত কাঁপছে দেশ ঘন কুয়াশা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।