ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
সুজন হাসান | প্রকাশিত: ১০ জুন ২০২৪, ১৫:২১
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, সারা দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য থাকা পদ পূরণের জন্য আরো ছয় হাজার ডাক্তার নিয়োগ করা হবে।
রোববার (৯ জুন) জাতীয় সংসদে ৭১ বিধিতে সংসদ সদস্যদের দেওয়া নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে তিনি জানান, প্রথম পর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের প্রস্তাব স্বাস্থ্য অধিদফতর থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো হয়েছে।
সরকার দলীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা, পারভীন জামান ও স্বতন্ত্র সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছানু নিজ নিজ নির্বাচনি এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিশ দেন।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সারা দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডাক্তারদের শূন্য পদ পূরণের জন্য ছয় হাজার নতুন ডাক্তার (এমবিবিএস ও ডেন্টাল) নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য প্রথম পর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের জন্য একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য থাকা পদ পূরণের জন্য আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।