সুপারশপে পলিথিনের ব্যবহার বন্ধ যুগান্তকারী উদ্যোগ: সাখাওয়াত হোসেন

রায়হান রাজীব | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৪, ২০:১২

ছবি: সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সুপারশপে পলিথিনের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী উদ্যোগ। মঙ্গলবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের কোনো সুপারশপে ১ অক্টোবর থেকে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এটি অন্তর্র্বতীকালীন সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ।

পলিথিন ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবেশ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ সবার আগে।

আগামী নভেম্বর থেকে দেশে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে বলেও জানান ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পাটের ব্যবহার দেশব্যাপী বাড়াতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top