বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বহুল আলোচিত বাফুফের নির্বাচন আজ

রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ১৪:৪৬

ফাইল ফুটেজ

বহুল আলোচিত বাফুফের নির্বাচন আজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন আজ। শনিবার (২৬ অক্টোবর) ২১টি পদের জন্য এ নির্বাচনী লড়াইয়ে নামছেন ৪৬ জন। নির্বাচন অনুষ্ঠিত হবে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে। নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদের জন্য লড়াইয়ে নামা প্রার্থীরা। এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কেন্দ্র পরিদর্শনের পর সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে বছরে দুবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এবার নয়াদিল্লিতে ১৮ থেকে ২২ নভেম্বর মধ্যে অনুষ্ঠিতব্য ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলার মনোহরদী-শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর পচাঁরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তার সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন।

শেখ হাসিনার ভাতিজা মঈনউদ্দিন গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান-২ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।

আমরা কর্পোরেট গোষ্ঠীর হাতে জিম্মি নই: আসিফ মাহমুদ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিগত সরকারগুলো কর্পোরেট গোষ্ঠীর হাতে জিম্মি ছিল। কিন্তু আমরা কর্পোরেটদের হাতে কোনভাবেই বন্দী নই। শনিবার ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমরা যেকোন ধরণের ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীন, যেকোন ধরণের কঠোর ব্যবস্থা আমরা নিতে পারি এবং নিচ্ছি।

বাড়ছে পেঁয়াজের দাম, নিয়ন্ত্রণে আসছে না মাছের বাজার

বাজারে অধিকাংশ সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই সাথে নিয়ন্ত্রণে আসছে না মাছের বাজার। গত সপ্তাহে এক কেজি পেঁয়াজের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা। গতকাল বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ সঙ্কট ও ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধির অজুহাতে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে একটি পণ্যের দাম নিয়ন্ত্রণে আসার পর সিন্ডিকেট অন্য একটি পণ্যের দাম বাড়াতে শুরু করে।

গণতন্ত্র ফিরে এলেই মানুষের অধিকার রক্ষা পাবে

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যতটুকু সংস্কার দরকার সরকারের ততটুকুই করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পুরোপুরি গণতন্ত্র ফিরে এলে তবেই মানুষের অধিকার রক্ষা পাবে। শনিবার জাতীয় প্রেসক্লাবে তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানুষকে প্রভাবিত করছে। অন্তর্র্বতী সরকারকে অবিলম্বে এসব নিয়ন্ত্রণ করতে হবে। ছাত-জনতার আত্মত্যাগে অর্জিত বিজয় যেন অর্থবহ হয় সে জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নেই : পেন্টাগন

ইরান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। তেহরানে দফায় দফায় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি বলছে, তেহরানের কেন্দ্রে বিমান প্রতিরক্ষার সাইরেন শোনা গেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে তারা জড়িত নয়। তবে ইসরায়েল তাদের হামলার কথা জানিয়েছে।

ইসরাইলের হামলায় জবাব দেবে ইরান

ইরানের রাজধানী তেহরানসহ আরও দুটি প্রদেশের সামরিক অবকাঁঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গভীর রাতে এই হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েল যে হামলা চালিয়েছে, তার জবাব দিতে প্রস্তুত তেহরান। ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ কথা জানিয়েছে। সূত্রটি বলেছে, ইরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।

নোবেল বিজয়ী নার্গেস মোহাম্মদীর আরও ৬ মাসের কারাদণ্ড

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গেস মোহাম্মদীকে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ইরান সরকার। মানবাধিকার কর্মীর জন্য ক্যাম্পেইন চালানো একটি দল এই সংবাদ জানায়। ফ্রি নার্গেস কোয়ালিশন নামের একটি সংগঠন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলে, আদেশ, অমান্য ও প্রতিরোধের’ অভিযোগে ১৯ অক্টোবর মোহাম্মদীকে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ৬ আগস্ট এভিন কারাগারের নারী ওয়ার্ডে আরেক রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে মোহাম্মদী বিক্ষোভ করার পর এই অভিযোগ আনা হয়।

নেতৃত্ব ছাড়ছেন শান্ত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। জানা যায়, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন শান্ত।

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top