বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

অন্তর্বর্তী সরকারকে আবেগের বশবর্তী হয়ে কিছু না করার আহ্বান মির্জা ফখরুলের

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১৪:২৩

ছবি: সংগৃহীত

অন্তর্র্বতী সরকারকে আবেগের বশবর্তী হয়ে কিছু না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেছেন, এখন খুব জটিল সময় যাচ্ছে, দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি। পরিবর্তন-সংস্কার সঠিকভাবে না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না। তিনি বলেন, সকল সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না, জনগণের অধিকার আদায়ে তারা সব সময় আন্দোলনে থাকে। আবেগের বশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় না।’

সুষ্ঠু নির্বাচনে অন্তর্র্বতী সরকারকে সময় দিতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল। তিনি বলেন, ‘অন্য সংস্কারের আগে দরকার নির্বাচনি সংস্কার।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেঁটে অন্তর্র্বতী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top