মেজর ডালিমের পর এবার ইলিয়াসের টকশোতে আসছে কর্নেল রাশেদ
রাজীব রায়হান | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৫, ১৯:১৮
সাংবাদিক ইলিয়াস হোসেনের টক শোতে এবার উপস্থিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী। এর আগে মেজর ডালিমকে নিয়ে তার শো ব্যাপক আলোচিত হয়েছিল। সোমবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ চৌধুরীর ছবি সংযুক্ত একটি পোস্টে এই তথ্য জানান ইলিয়াস হোসেন।
স্ট্যাটাসে ইলিয়াস উল্লেখ করেন, ’৭৫-এর আরেক বীর যোদ্ধার সঙ্গে দেখা হবে ২৪ জানুয়ারি, বাংলাদেশ সময় রাত ৯টায়। তিনি আরো জানান, টক শোটি সরাসরি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে প্রচারিত হবে। অনুষ্ঠানটি আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার রাত ৯টায় সরাসরি প্রচারিত হবে, যা নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
সাংবাদিক ইলিয়াসের পোস্টের নিচে অনেকেই পক্ষে-বিপক্ষে মন্তব্য করেছেন। নুরুজ্জামান খান নামের একটি আইডি থেকে পোস্টের নিচে কমেন্টে করেছে- উনি হচ্ছেন রাশেদ চৌধুরী বাংলার শ্রেষ্ঠ সন্তান। আজ উনাদের কোনো ইতিহাস আমাদের বইতে নাই। সব মুজিবের ইতিহাস দিয়ে ভরে রাখছে, এটাই বাস্তব।
ইয়ামিন মাহমুদ আইডি থেকে লেখা হয়েছে, ইনশাআল্লাহ অপেক্ষায় রইলাম। জাতির সামনে সঠিক ও সত্য তুলে ধরার সময় এখনই। আগামীর দেশ ইসলামের দেশ ইনশাআল্লাহ।
আরজে আদনান সাকিব লিখেছেন, ইনি হলেন মুজিবকে জয় বাংলা করা কর্নেল রাশেদ চৌধুরী। ইসলামী লাইফ ইজ মাই ড্রিম লিখেছে, কোটার জায়গায় কোটা রইল, মেধার হলো না জেতা। সোনার বাংলা ধ্বংস করে, টোকাই হইল নেতা।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন।
শেখ মুজিব হত্যা মামলায় দীর্ঘদিন রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিজেকে নিরাপদে রাখতে সক্ষম হন। তাকে ফিরিয়ে আনতে বারবার কূটনৈতিক কথা চালাচালি হলেও সক্ষম হয় নি শেখ হাসিনা সরকার।
বিষয়: কর্নেল রাশেদ ইলিয়াস টকশো
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।