বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

জনরোষে ধ্বংসস্তূপ মুজিবের বাড়ি, উৎসুক জনতার ভিড়

Nasir Uddin | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৫৩

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি গতকাল বুধবার গভীর রাত থেকে বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়। এরই মধ্যেই একটি ভবনের সামনের অংশ অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্য ভবনের ২০ শতাংশ ভাঙা শেষ হয়েছে। বাড়িটি অর্ধেক ভেঙেই চলে গেছে এক্সকাভেটর। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এক্সকাভেটরটি চলে যায়। এতে সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এই অবস্থা দেখতে ভিড় করেছে উৎসুক জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, বাড়িটির সামনে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছেন। এসময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

দুপুর ২টায় সরেজমিনে সেখানে দেখা যায়, এক্সকাভেটর চলে যাওয়ায় ভবন ভাঙার কাজ বন্ধ রয়েছে। তবে লোহা-লক্কড়ের আশায় হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে টুকটাক ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন ভাঙারি দোকানিরা।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া।

সকাল থেকে উৎসুক জনতা ভাঙা বাড়িটি দেখতে ধানমন্ডি ৩২ নম্বরে ভিড় জমাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ও বাড়তে থাকে। উৎসুক জনতা ও ভাঙারি দোকানিদের বই, নারিকেল, লোহাসহ বিভিন্ন জিনিস ধ্বংসস্তূপ থেকে নিয়ে যেতে দেখা যায়।

বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার পক্ষ থেকে একটি মাইক আনা হয়। এরপর থেকে সেই মাইকে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে দেখা যায়।

এরআগে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই ওইদিন বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top