বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

দালান ভেঙে ইতিহাস মোছা যাবে না, হুঙ্কার শেখ হাসিনার

রাজীব রায়হান | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:০৮

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাংচুর ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এছাড়া, ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর বাসভবন সুধা সদনেও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

বুধবার ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই উত্তেজনা চলে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২কর্মসূচির ডাক দেন।

আগের ঘোষণা অনুযায়ী বুধবার রাতে আওয়ামী লীগের ফেইসবুক পেইজে ভার্চুয়াল এক অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা এবং গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না। ইতিহাস কিন্তু প্রতিশোধ নেয়।

তিনি অভিযোগ করেন, যারা ওই বাড়িতে ভাঙচুর করছে, তারা হীনমন্যতার পরিচয় দিচ্ছে। শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন, বাড়িটার কী অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজ বিচার চাই। বলেন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি।

সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি কোনো ‘রাগ বা অভিযোগ’ নাই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, কিন্তু যারা এই ধ্বংস করছে, তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে আমার জিজ্ঞাসা, যারা ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী, না যারা মানুষকে উন্নত জীবন দেয়, ত্যারা ফ্যাসিবাদী? এটা দেশের জনগণই বিচার করবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top