ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ দুজনকে মারধর
Nasir Uddin | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:০৭
![ছবি: সংগৃহীত](https://www.newsflash71.com/pmanager/dhanmondi-attack-20250207150606.jpg)
ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার মধ্যেই উৎসুক জনতার ভিড়ে আওয়ামী লীগ সন্দেহে এক নারীসহ দুই জনকে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গণপিটুনি দিয়ে ৩২ নম্বর থেকে তাদের বের করে দেওয়া হয়।
এদের কেউ জয় বাংলা স্লোগান দিয়েছেন ধানমন্ডি-৩২ নম্বরে এসে। কেউ আবার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার দৃশ্য দেখে আক্ষেপ প্রকাশ করে হেনস্তার শিকার হয়েছেন।
বেলা ১১টার দিকে ধানমন্ডিতে বেদম মারধর করা হয় একজনকে। সেখানকার তিনজন লোক হামলার শিকার ব্যক্তিকে রিকশায় ওঠালে সেখানেও মারা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটলে লোকজন তাদের ফের ধাওয়া করে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারী এবং কথা বলার সময় ‘আপার বাড়ি’ বলায় এক পুরুষের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তাদের মারতে মারতে ধানমন্ডি-৩২ থেকে প্রধান সড়কে নিয়ে যাওয়া হয়। পরে এক ফটোসাংবাদিকসহ কয়েকজন তাদের রিকশায় উঠিয়ে দেন।
মারধরের সময় ওই নারী ‘মাইরেন না, মাইরেন না ভাই’ বলে চিৎকার করেন। এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্যকে দেখা যায়নি। ওই নারীর বাসা ফার্মগেট জানা গেলেও তার নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য রাখার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্ররা ক্ষোভ প্রকাশ করেন। শেখ হাসিনার বক্তব্য শুরুর পর থেকেই ধানমন্ডির বাড়ি ভাঙচুর করার ঘোষণা দেওয়া হয়। বুধবার রাত আটটার পর থেকে বিপুল সংখ্যক লোকজন জড়ো হয় ধানমন্ডিতে। রাতভর চলে ভাঙচুর, অগ্নিসংযোগ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।