শেখ সেলিমের বনানীর বাড়ি ভাঙচুর-আগুন

Nasir Uddin | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:০০

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িটিতে আগুনও ধরিয়ে দেয় তারা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, বিক্ষুব্ধ জনতা রাজধানীর বনানীতে সেলিমের বাসায় আগুন দিয়েছে।

বাড়িটিতে আগুন ধরিয়ে দিলে পাশের ভবনের বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করে। অনেকে ভয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। স্থানীয়রা আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে ফোন দিলেও নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি।

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণা প্রচার কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেয়। সেইসাথে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী নেতাদের বাড়ি, স্থাপনা ও কার্যালয়েও ভাংচুর ও আগুন দেয়া হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top