ফেব্রুয়ারিতেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ্যবই পাবে: শিক্ষা উপদেষ্টা

Nasir Uddin | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৫১

ফাইল ছবি

ফেব্রুয়ারির মাসেও সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় পাঠ্যবইগুলো চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য-অধিবেশনে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, চর দখলের মতো স্কুল কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা হচ্ছে নতুন করে। এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবেলা করে স্থানীয় ভালো ও গ্রহণযোগ্য মানুষদের পর্ষদে নিতে হবে।

তিনি আরও বলেন, সামনে নির্বাচন আসছে। সবার দাবি দাওয়া মেটানো নয় সুষ্ঠু নির্বাচন করাই সরকারের প্রধান লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কারও নামে কোথাও কোনো স্থাপনার নাম হবে না। আমরা এটা চাই না। এ ব্যাপারে নিরুৎসাহিত করছি।

এছাড়াও বেসরকারি স্কুল শিক্ষকরা নানাভাবে বঞ্চিত উল্লেখ করে তারা যেনো প্রাপ্য ভাতা পান সেদিকে খেয়াল রাখতে আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top