শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

বাধ্যতামূলক অবসরে পাঠানো হল দুই সচিব ও ১৮ অতিরিক্ত সচিবকে

Nasir Uddin | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৫, ২০:১৭

ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সচিব আবু হেনা মোরশেদ জামান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একইসঙ্গে প্রশাসনের আরও ১৮ অতিরিক্ত সচিবকেও আলাদা প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনের এসব কর্মকর্তাকে অবসরে পাঠানোর আলাদা প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, জুলাই-আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে আজ বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

দুই সচিবকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেকারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারার ক্ষমতাবলে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। একইভাবে বাকি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় অন্য ১৮ অতিরিক্ত সচিবকে অবসরে পাঠানো হয়েছে।

২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এমন ২১ জন কর্মকর্তাকে বৃহস্পতিবার জনস্বার্থে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এর আগে, ৪৩ জনকে ওএসডি করা হয়েছে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top