রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

অস্ত্র উঁচিয়ে মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, এরপর যা হলো

রাজীব রায়হান | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:০০

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের একটি বাজারে লাল গামছায় মুখমণ্ডল ঢেকে রাম দা হাতে প্রায় ৫০ জনের একটি দল নিয়ে এলেন যুবদল নেতা, ব্যবসায়ীদের উদ্দেশে মাইকে ঘোষণা দিলেন খাজনা আদায়ের।

শনিবার বিকালে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারের ওই ঘটনায় এলাকায় তোলপাড় চলার মধ্যে ওই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। এবং সেই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) নামে ওই যুবদল নেতা শ্রীপুর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব। তিনি তেলিহাটির মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে।

এ বিষয়ে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, এই ধরনের কোনো বক্তব্য দল কোনভাবেই সমর্থন করে না। এটি দলের জন্য খুবই সাংঘর্ষিক। এরইমধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইঁয়ার স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এমসি বাজার ব্যবসায়ীরা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, হঠাৎ দলবল নিয়ে আসেন জাহাঙ্গীর। সবার মুখ ও মাথা ঢাকা ছিল লাল গামছায়। হাতে ছিল রাম দা। মাইকে প্রকাশ্যে চাঁদা আদায়ের বক্তব্য দেন তিনি। এরপর তার লোকজন দোকানগুলো থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী এক দোকানি বলেন, অনেকেই দোকান ফেলে পালিয়ে যায়। ভয়ে অনেকেই টাকা পয়সা দিয়ে জান বাঁচায়। যুবদল নেতার ওই কর্মকাণ্ডের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেখানে বলতে শোনা যায়, প্রিয় দোকানদার ভাইয়ের আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে, এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে (শনিবার) আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং সহযোগিতা করতে।

আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার। আপনাদেরকে দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে। কেউ বাধা দেবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে।

ভিডিওতে জাহাঙ্গীর বলতে দেখা যায়, কে বাজার ইজারা নিল সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা ওঠানো শুরু করবে।

ভিডিওতে স্লোগান দিতে দেখা যায়, জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’। বিষয়টি নিয়ে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, “জাহাঙ্গীর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। সশস্ত্র মহড়ার বিষয়টি আমার জানা নেই। দল এগুলো সমর্থন করে না, আমরাও করব না।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top