বৃহঃস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে, সূত্রপাত কিভাবে

রাজীব রায়হান | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫, ০৯:১৪

ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা রোজিনা পরিবহনের দুটি বাস।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন জানান, ৮টি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন তারা। এর আগে বুধবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে আনুমানিক দেড় থেকে দুশো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন সালেহ উদ্দিন। পুড়ে গেছে রোজিনা পরিবহনের দুটি বাস। এছাড়া আশপাশের মোটর যন্ত্রপাতি ও গাড়ি মেরামত সরঞ্জামাদির কয়েকটি দোকানও পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top