বাংলাদেশের সংকটে পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

Nasir Uddin | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১৪:৫১

ছবি: সংগৃহীত

যেকোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় আবারো বাংলাদেশকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

এদিন সকালে আগারগাঁওয়ে ইউএন সেন্টারের জাতিসংঘের পতাকা উত্তোলন করেন জাতিসংঘের সহাসচিব। সেন্টারের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্থিরচিত্র প্রদর্শনী ঘুরেও দেখেন তিনি। এ সময় আন্তেনিও গুতেরেসের সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ জাতিসংঘের বাংলাদেশ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতারে অংশ নেন।

তৃতীয় দিনেও কর্মব্যস্ত জাতিসংঘ মহাসচিব। গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন তিনি।

এর মধ্যে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। বিকাল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top