এবার বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন
Nasir Uddin | প্রকাশিত: ১ মে ২০২৫, ১৬:৩৪

বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে চীন। বুধবার (৩০ এপ্রিল) অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।
ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনায় উচ্ছাস প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলতে দল পাঠাবে চীন। ফুটবলের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রীতি ম্যাচ খেলার জন্য চীনে আমন্ত্রণ জানাতে চান। এছাড়া, বাংলাদেশের যেকোনো পর্যায়ের খেলোয়াড় কিংবা কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ সময় ক্রীড়া উপদেষ্টা কথা বলেন দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গন নিয়ে। ক্রীড়াঙ্গনকে উন্নত করার লক্ষ্যে চীনের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, ক্রিকেট-ফুটবলের বাইরে অন্য খেলাতেও আন্তর্জাতিক অর্জন সম্ভব।
চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন বাংলাদেশের ক্রীড়া সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও দৃঢ় করতে আমরা বাংলাদেশে একটি নারী ফুটবল দল পাঠাতে চাই। পাশাপাশি তিনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে চীনে একটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানোর কথাও উল্লেখ করেন।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও কোচদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতেও চীন প্রস্তুত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।