পাঁচটি মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহারের সিদ্ধান্ত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:২৭

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে চলমান আর্থিক সংকটের কারণে পাঁচটি মিশন থেকে ১,৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিশনগুলোতে বাংলাদেশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয়ের (ওএমএ) ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সের পাঠানো চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিটি বাংলাদেশের সামরিক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনকে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিবের নির্দেশ অনুযায়ী বাজেট ১৫ শতাংশ হ্রাস করা হচ্ছে, যার কারণে ইউনিফর্মধারী সদস্যদের জন্য বরাদ্দ অর্থও হ্রাস পাবে। ফলে মাঠ পর্যায়ে শান্তিরক্ষীর সংখ্যা কিছুটা কমবে।
প্রতিটি মিশন থেকে প্রত্যাহার সংখ্যা
-
দক্ষিণ সুদান (ইউএনমিস): ৬১৭ জন
-
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (মিনুসকা): ৩৪১ জন
-
সুদানের আবেই অঞ্চল (ইউনিসফা): ২৬৮ জন
-
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (মনুসকো): ৭৯ জন
-
পশ্চিম সাহারা (মিনুরসো): ৮ জন
ওএমএ জানিয়েছে, লজিস্টিক বিভাগ, ইউনিফর্মড ক্যাপাবিলিটিজ সাপোর্ট ও মিশন সাপোর্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এছাড়া, বাংলাদেশ স্থায়ী মিশনকে আশ্বস্ত করা হয়েছে যে, কোনো পরিবর্তন এলে দ্রুত জানানো হবে।
এর আগে, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্ট প্রত্যাহার করা হয়েছিল। ১৮০ সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন, যারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন।
বাংলাদেশি শান্তিরক্ষীদের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৮ সালে মাত্র ১৫ জন পর্যবেক্ষককে ইরাক-ইরান মিলিটারি অবজারভার গ্রুপ মিশনে পাঠানোর মাধ্যমে। এরপর ১৯৮৯ সালে পুলিশ, ১৯৯৩ সালে নৌবাহিনী ও বিমানবাহিনী অংশগ্রহণ শুরু করে। এ পর্যন্ত প্রায় ৪৩টি অঞ্চলে ৬৩টি শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছে বাংলাদেশ, যেখানে এক লাখ ৭৮ হাজার ৭৪৩ জন শান্তিরক্ষী অংশ নিয়েছেন। বর্তমানে পাঁচ হাজার ৬১৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ১০টি অঞ্চলে দায়িত্ব পালন করছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।