শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে: জানাল বেবিচক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:১৯

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে লাগা ভয়াবহ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বা বেবিচক।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে বেবিচকের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি দাবি করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে।
তবে বিজ্ঞপ্তি পাঠানোর সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় আগুন দাউদাউ করে জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়িকে সেই অংশে আগুন নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
দুপুর ২টা ৩৪ মিনিটে এই আগুনের সূত্রপাত ঘটে। শুরু থেকেই বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশন এবং বিমানবাহিনীর ফায়ার ইউনিট সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।