৭ ঘণ্টা বন্ধ থাকার পর সচল শাহজালাল বিমানবন্দর; ফ্লাইট ওঠানামা শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৫

শনিবার, ১৮ অক্টোবর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেলো এক ভয়াবহ অগ্নিকাণ্ড। দুপুর ২টার কিছু পর কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পর পরই সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফ্লাইট ওঠানামা।
আমদানি পণ্য রাখার এই কার্গো ভিলেজে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ১৩টি ফায়ার স্টেশনের মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর কাজে যোগ দেয় সেনা, বিমান ও নৌ বাহিনীও। প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের।
৭ ঘণ্টা ধরে চলা এই ভয়াবহ আগুনে বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর কমপক্ষে ৩৫ জন সদস্য। তবে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, এই ঘটনায় কেউ নিহত হয়নি।
অবশেষে, দীর্ঘ ৭ ঘণ্টার বেশি সময় চেষ্টার পর রাত ৯টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল রাত ১০টার সংবাদ সম্মেলনে জানান, আগুন আর বাড়ার কোনো শঙ্কা নেই।
আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই, রাত ৯টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হয় ফ্লাইট ওঠানামা। রাত ৯টার পর দুবাই থেকে আসা ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইনসের একটি ফ্লাইটের অবতরণের মধ্য দিয়ে সচল হয় বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম। কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।