রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

শিক্ষকদের বাড়িভাড়া ভাতার নতুন হার: মূল বেতনের ৫% বা সর্বনিম্ন ২ হাজার টাকা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৭

ছবি: সংগৃহীত

টানা ৮ দিন আন্দোলনের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, মূল বেতনের ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।

রোববার (১৯ অক্টোবর) অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বাড়িভাড়া প্রদানের কিছু শর্তও যুক্ত করা হয়েছে।

শর্তগুলো হলো:
১. বাড়িভাড়া পরবর্তীতে জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে।
২. সংশ্লিষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপন অনুসরণ করে নিয়োগের শর্ত পালন করতে হবে।
৩. বাড়িভাড়া বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য থাকবে না।
৪. ভাতা প্রদানে সকল আর্থিক বিধি-নিষেধ পালন করা আবশ্যক।
৫. ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবেন।

জানা গেছে, শিক্ষকরা দীর্ঘদিন ধরে মূল বেতনের ওপর শতকরা হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। আগস্টে ঢাকায় মহাসমাবেশে তারা এ দাবি তুলে ধরেন।

তবে, তাদের দাবি উপেক্ষা করে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। ৫ অক্টোবর শিক্ষক দিবসে প্রজ্ঞাপনটি প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top