জুলাই যোদ্ধা বিতর্ক
নাহিদ বললেন ক্ষমা চান; সালাহউদ্দিনের পাল্টা জবাব: অভিজ্ঞতা বাড়ান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:১৫

‘জুলাই যোদ্ধা’দের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। নাহিদ ইসলাম তীব্র নিন্দা জানিয়ে বলেন, সালাহউদ্দিন আহমদ আহত ‘জুলাই যোদ্ধা’দের ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী’ বলেছেন।
নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকা সালাহউদ্দিন কীভাবে জানবেন কারা রাজপথে ছিল? তিনি পুলিশের হামলায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ বলায় হতাশা ব্যক্ত করেন।
জবাবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ক্ষমা চাইতে বলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে। তিনি বলেন, তার বক্তব্যকে অপব্যাখ্যা করা হয়েছে। ‘জুলাই যোদ্ধা’ নাম ব্যবহার করে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচালের চেষ্টা করেছিল।
সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা যুক্ত থাকতে পারে না, তাই ওই ঘটনার দায় তাদের নেওয়া উচিত নয়। তিনি রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি থাকা নেতাদের শিক্ষা অর্জনের আহ্বান জানান। এই পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।