জামায়াতের ‘পিআর আন্দোলন’ রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৪০

সংগৃহীত

জামায়াতে ইসলামীর কথিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর আন্দোলনকে ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।

নাহিদ ইসলামের অভিযোগ, জামায়াতের এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন পথে ঠেলে দেওয়া এবং জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নির্মাণে বাধা দেওয়া। তারা জনগণের মূল দাবিকে শুধু একটি কারিগরি পিআর ইস্যুতে সীমিত করে ফেলেছে।

তিনি বলেন, জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ছিনিয়ে নিয়েছিল নিজেদের দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য। তাদের লক্ষ্য ছিল সংস্কার নয়, বরং রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল।

নাহিদ ইসলামের দাবি, জামায়াত কখনোই গণতান্ত্রিক ভিশন বা প্রজাতন্ত্র গঠনের অঙ্গীকার প্রকাশ করেনি। তিনি হুঁশিয়ারি দেন, তাদের এই ‘কৌশলগত অনুপ্রবেশ’ এবং রাজনৈতিক নাশকতা জনগণ বুঝে ফেলেছে এবং দেশের মাটি আর অসৎ শক্তিকে ক্ষমতায় আসতে দেবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top