সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে খালেদা জিয়া: রিজভী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৫৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়ার বিষয়ে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, চেয়ারপারসন সুস্থ থাকলে অবশ্যই গণসংযোগে অংশ নেবেন এবং তাঁর নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।
সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেও, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, একের পর এক আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত ষড়যন্ত্র কিনা, তা খতিয়ে দেখা দরকার।
রিজভী অভিযোগ করেন, দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহল সচেষ্ট এবং ভারত সেই চেষ্টাকে বিভিন্ন সময়ে সহযোগিতা করে এসেছে। ভারত কখনোই বাংলাদেশে স্থিতিশীল সরকার চায় না।
বিএনপি নেতা বলেন, ২০১৪ সালের নির্বাচনে কূটনীতিকদের হস্তক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত ছিল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।