জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রধান উপদেষ্টাকে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৫:১৮
আজ মঙ্গলবার, জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করেছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ তুলে দেন। এতে ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দিষ্ট প্রস্তাবনা।
গত এক বছরের আলোচনার পর, ২৫টি রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা ও কমিশনের সদস্যরা এই সুপারিশ চূড়ান্ত করেছেন। যদিও কয়েকটি দল—যেমন জাতীয় নাগরিক পার্টি ও বাম দলগুলো—এতে সই করেনি।
সুপারিশগুলো মূলত জানাচ্ছে, নির্বাচন, প্রশাসন, বিচার ও দুর্নীতি দমনসহ গুরুত্বপূর্ণ সংস্কারের বাস্তবায়ন কিভাবে হবে। আগামী দিনে এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে এবং প্রক্রিয়া শুরু হবে। এটি দেশের জন্য একটি বড় ধাপ—রাষ্ট্রের স্বচ্ছতা ও রাজনৈতিক সংলাপ নিশ্চিত করতে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।